Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

কাজিপুর উপজেলা সিরাজগঞ্জ শহর থেকে প্রায় ২৬ কি. মি. উত্তরে অবস্থিত। ইহার পূর্বে জামালপুর জেলা, উত্তরে এবং পশ্চিমে বগুড়া জেলা, দক্ষিণে সিরাজগঞ্জ সদর উপজেলা। দেশের বৃহত্তম নদী যমুনা এই উপজেলাকে পূর্ব পশ্চিম দু অংশে বিভক্ত করেছে। পশ্চিম অংশে সোনামুখী, চালিতাডাঙ্গা, গান্ধাইল, কাজিপুর, সদর, মাইজবাড়ী ও পৌরসভা অবস্থিত। অন্যান্য সাতটি ইউনিয়ন নদীর পূর্বাংশে অবস্থিত। সিরাজগঞ্জ জেলার অর্ন্তগত কাজিপুর উপজেলার একটি নদী ভাঙ্গন এলাকা। তাছাড়া উপজেলা সদর হতে প্রতিটি শুভগাছা, গান্ধাইল, চালিতাডাঙ্গা, সোনামুখী, কাজিপুর ও মাইজবাড়ী ইউনিয়নসমূহে পাকা ও রাস্তা রয়েছে। অবশিষ্ট খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, চরগিরিশ, তেকানী, নিশ্চিন্তপুর ও মুনসুরনগর ইউনিয়নে নদীপথে নৌকাযোগে যাতায়াত করা যায়।