Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
আশ্রয়ন-২ প্রকল্প (জজিরা ১ ও ২), নিচিন্তপুর ইউনিয়ন
Details

 

প্রকল্পের উদ্দেশ্যঃ ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল জনসাধারনের আবাসন/বাসস্থানের সমস্যা নিরসন।

প্রকল্পের স্থানঃ কাজিপুর উপজেলার নিশিন্তপুর ইউনিয়নের জজিরা হাট সংলগ্ন। যাহা কাজিপুর উপজেলা সদর হতে ১১ কিঃমিঃ দূরে অবস্থিত।

প্রকল্পের সার সংক্ষেপঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ০৯/০৪/২০১১খ্রিঃ সিরাজগঞ্জ জেলা সফর করেন। সফরকালে তিনি সিরাজগঞ্জ জেলার ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল জনসাধারনের আবাসন/বাসস্থান সমস্যা নিরসন ও তাদের আর্থ সামাজিক দিক বিবেচনা করে বেশি করে আশ্রয়ন প্রকল্পের প্রস্তাব প্রেরণ করার জন্য জেলা প্রশাসক, সিরাজগঞ্জ মহোদয়কে নিদের্শনা প্রদান করেন। প্রাপ্ত নির্দেশনার প্রেক্ষিতে জজিরা-১ ও ২ নং প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ৯৮ সংমিশ্রিত বিগ্রেডের ১০ আর ই ব্যাটালিয়ন, বঙ্গবন্ধু সেতু, শহীদ সালাউদ্দিন সেনানিবাস এর দ্বারা প্রকল্পটির অবকাঠামো নির্মাণ করা হয়। ভূমিহীন পরিবারকে আশ্রয়ন-২ (জজিরা ১ ও ২) প্রকল্পের ২টি ঘর ও ০.০৩ একর খাস জমি বরাদ্দ প্রদান করা হয়। বর্তমানে সেখানে ২টি খাসপুকুর রয়েছে এবং ২টি প্রকল্প মিলে ১০৫ টি পরিবার সুবিধা ভোগ করছে। তাদেরকে বিভিন্ন টেড্রে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ঋণ বিতরণ কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।