Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

 

শহীদ এম. মনসুর আলী

বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী শহীদ এম. মনসুর আলী ১৯১৭ সালে ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ সদর থানার রতনকান্দী ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। গান্ধাইল স্কুল থেকে তিনি মাইনর পরীক্ষায় বৃত্তি লাভ করেন এবং সিরাজগঞ্জ বি.এল. স্কুল থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীণ হন। শহীদ এম. মনসুর আলী আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ১ম বিভাগে এম.এ. পাশ করেন এবং আইন বিভাগে ১ম বিভাগে এল.এল.বি. পাশ করেন। ১৯৫১ সালে তিনি পাবনা জজকোর্টে আইন ব্যবসা শুরু করেন এবং অতি অল্প দিনের মধ্যে ব্যাপক প্রসার প্রতিষ্ঠা অর্জন করেন। আইন ব্যবসার পাশাপশি তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী ও বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেন। ১৯৫৪ সালে তিনি তদানীন্তন পূর্বপাকিস্তান প্রাদেশ পরিষদে যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রী, রাজস্বমন্ত্রী ও আইনমন্ত্রির দায়িত্ব পালন করেন। জাতির জনক বঙ্গবন্ধুর সারাজীবনের একান্ত ঘনিষ্ঠ সহকর্মী, স্বাধীনতাযুদ্ধের অন্যতম অগ্রনায়ক অসাধারণ ধীশক্তিসম্পন্ন রাজনীতিবিদ, জনদরদি নেতা শহীদ এম. মনসুর আলী মুজিব নগর সরকারের অর্থমন্ত্রী এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশে যথাক্রমে যোগাযোমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন। ব্যক্তিগত জীবনে শহীদ এম. মনসুর আলী অমায়িক, সদালাপী ও নিরহংকার প্রকৃতির মানুষ ছিলেন। ন্যায়নিষ্ঠা ও সতদার মূর্ত প্রতীক মৃত্যুঞ্জয়ী মহাপুরুষ শহীদ এম. মনসুর আলীর মহান স্মৃতি সিরাজগঞ্জসহ দেশের অগণিত মানুষের মনের মণিকোঠায় চির অম্লান হয়ে থাকবে।