বিশ্বায়ন, মুক্ত বাজার অর্থনীতির আবর্তে বাংলাদেশ। এর মধ্যে তথ্য প্রযুক্তি দিয়েছে নতুন মাত্রা। উল্লেখিত তিনটি উপাদানের (factors) সব ধারা উন্নয়ন ও সমৃদ্ধির চাবিকাঠি। সেই সূত্রে প্রযুক্তি হতে বিচ্যূত গোষ্ঠী পশ্চাতপদ জনপদ হিসেবে বিবেচিত। এখনই সময় জীবিকায়ন/জীবনযাত্রার মান উন্নয়নে নেটওয়ার্ক ভিত্তিক কানেক্টিভিটির হাইওয়েতে নিজেদের একজন সক্রিয় যাত্রী হিসেবে পরিচিত করার। প্রিয় মাতৃভূমিকে ODA (Official Development Assitance)এর গ্রহীতা রাষ্ট্র থেকে দাতা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের জন্য আমরা গণকর্মচারীরা সক্রিয় কারিগর।
স্ব স্ব কর্মক্ষেত্রে তথ্য নির্ভর প্রযুক্তি বান্ধব পরিবেশ এবং উদ্ভাবন প্রচেষ্টায় তরান্বিত হতে পারে রূপকল্প ২০২১।
সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনের ধারাবাহিকতায় SDG (Sustainable Development Goals) গুলো নিশ্চিত করতে জনপ্রশাসন এর বিকল্প নেই।
উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের চালক আসনে আমরা অধিষ্ঠিত। গণকর্মচারীদের একান্ত প্রচেষ্টা, পারস্পারিক সহযোগিতা, উত্তমত চর্চার প্রয়োগ ও নৈতিকতা সম্পন্ন কর্ম নেতৃত্ব দিবে অধিক অর্থনীতি সমৃদ্ধ বাংলাদেশ।
সিরাজগঞ্জ জেলার কাজিপুর বাসীদের সার্বিক কল্যাণে সেবা ও সুযোগ জনগণের দোরগোড়ে পৌছে দেওয়ার জন্য সকল গণকর্মচারী সদা অঙ্গীকারবদ্ধ। ব্যধিমুক্ত (মাদকমুক্ত, বাল্য বিবাহমুক্ত, সন্ত্রাসমুক্ত প্রভৃতি), ডিজিটাল বাংলাদেশ ও কল্যাণ রাষ্ট্রের স্বকীয়তায় (Icon) উদ্ভাসিত হবে কাজিপুর।
ধন্যবাদান্তে
উপজেলা নির্বাহী অফিসার
কাজিপুর, সিরাজগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS